আজও আমি অপেক্ষায় আছি।
সেই কবে থেকে শুরু হয়েছে
তার নিশানাটাও আস্ত নেই।
সেই কবে ছোট্ট বেলায়
কাটতো সময় খেলাধুলায়
রাত্রি হলেই আসতো না ঘুম
ভোর বেলাতেই খেলার ধুম।
বই খাতা আর কলম নিয়ে
স্কুলেতে পড়তে গিয়ে
পদ্য-ছড়ায় মন না মানে
সে ছুটেছে বাড়ির টানে
পথের পানে চক্ষু দুটি
কখন জানি হবে ছুটি!
বাড়ি ফিরেই খেলাধুলা
মাঠে-ঘাটে ছুটেই চলা
মায়ের হাতে মিষ্টি শাসন
অভিমানে খাওয়াই বারণ
ঘাপটি মেরে শুয়ে তখন
ভাবনা, মা আসবে কখন?
কোলে তুলে আদর করে
খাইয়ে দেবে পরাণ ভরে।
এমনি করেই দিন কেটে যায়
মাস পেরিয়ে বছর ফুরায়
ছোট্ট শিশু বড় হলো
অপেক্ষা তার মূল গজালো।
একটি দুটি হাজার হাজার
অপেক্ষারই রঙের বাজার।