জীবনের বেলাভূমিতে
তুমি এলে,
আমার সারাটি জীবনের
সমস্ত দুঃখ-কষ্ট আর
যন্ত্রণাকে হার মানিয়ে
তুমি এলে।
গোধুলী লগনে অলস ডানা মেলে
পাখিরা যখন ফিরে চলেছে
আপনাপন নীড়ে
সাঁঝের পালকি চড়ে তখন
তুমি এলে।
পৃথিবী যখন ঘুমিয়ে পরেছে
হারিয়ে গেছে চাঁদ-
ধূসর মেঘের আড়ালে,
জোনাকিরা যখন ক্লান্ত
শীর্ণ প্রদ্বীপ হাতে তখন
তুমি এলে।
জীবনের বেলাভূমিতে
তুমি এলে,
তোমায় কি দেব উপহার
আগামী দিবসে একটা
করুন মৃত্যু ছাড়া
অবশেষ নেই আমার।