পাশবিক প্রবৃত্তির মনুষ্য
অতিপ্রাকৃত
চাহিদা মতো হরেক রকম
কেউ বিলাসী জীবন পেতে
কেউ একটু সুখ।
উদ্বন্ধন রজ্জু আঁকড়ে
হয়ে ওঠে পাশবিক দুনিয়ার সম্রাট
লজ্জা ঘৃণা অনুতাপ জলাঞ্জলি দিয়ে
ক্যাকটাসের কাঁটা বিদ্ধ হয়ে
বেরিয়ে আসে চন্দ্রালোকে
কিম্বা সূর্যালোকে
যেথা নীল গ্রহের মনুষ্যলোক।