ঘড়ির কাঁটার শব্দের করাঘাতে
ঘুমের কাফন ছিঁড়ে
হয়ে যায় অতন্দ্র প্রহরী।
কল্পনার কলরবে উঠে উত্তাল ঢেউ
প্রাপ্তি, প্রাপ্য আর অপ্রাপ্তির ক্যালকুলেশন
জটিলতা সৃষ্টি করে
দীর্ঘ একটা শ্বাস ফেলে
হয়ে যায় নৈঃশব্দের নিঃসঙ্গ নাবিক।
চাঁপা কান্নার চৌহদ্দির বিস্তার ঘটে
চোখে অশ্রুর আনাগোনা
ঝাপসা দুনিয়ার তটে
ঘড়ির কাঁটার সহযাত্রী হয়ে সময় কাটে।