শরৎকালের বন্ধ দুয়ার  
হেমন্ত কাল কড়া নাড়ে
গন্ধরাজ শিউলি কামিনী
প্রকৃতিতে নজর কাড়ে।

শিশির জমে সবুজ ঘাসে
মটরশুঁটি কালাই ফুলে
কুয়াশার সেই আনাগোনা
সকাল সাঁঝে নদীর কূলে।

মাঠে মাঠে সোনার ফসল
কৃষকের দল ঘরে আনে
নবান্নের বাজে নব ডঙ্কা
আনন্দ উৎসব সব খানে।

পিঠে পুলি মিষ্টি সন্দেশ
বাহারি খাবারের মেলা
খেজুর রসের তারি খেয়ে
চলে নিত্য নতুন খেলা।

বাঙালির এই প্রিয় ঋতু
কার্তিক অগ্রহায়ণ মিলে
প্রত্যাশা ও প্রাপ্তির সম্ভার
হেমন্তের ঐ আকাশ নীলে।