হৃদয় অঙ্গন চৈত্রের আবহে ফেঁটে চৌচির
অবিক্রীত পণ্য সামগ্রী মত
পড়ে আছি উঠানের এক কোণে।
কোথাও নেই ঠাঁই
নেই ভালোবাসার ছিটেফোঁটাও
তবুও রক্ত জল করে ছুটে চলেছি
মানবতা মুক্তির টানে।
তিরিশটা কেক কেটে
কত স্বপ্নের প্রাসাদ গড়েছি
ধূলিসাৎ হয়ে গেছে সব
তবুও মানবতা হয়নি জাগ্রত।
প্রহসনের খেলা চলে এই ধরাতে
আমি মর্মাহত হই
হই উদ্বিগ্ন।
আমি আজো ও অবিরাম
বোরোলিন খুঁজে হদ্দ।