ধ্যাৎ.. ধূরূ ছাই বেবাক ভুল ছিলো।
পূর্ব দিগন্তের নব আলোয় অম্বরবক্ষ ঝলঝল করে জ্বলছিলো, সহসা এক মিছে সমুন্নত পবনে গোটা ধরার মুণ্ডু কাঁপছিলো।
দোকানির মাপই ঠিক ছিলো,
ডোকলা খানিক কষাকষিতে নিক্তির ভর ন্যায়ের বিপরীতে টলছিলো।
সস্তা ভাতের ফেনের তাপে সানকি নিজেই পুড়ছিলো।
থানকুনি পাতার ঝোল ছিলো,
চোখের মাথা খেতেই দেখি লম্বা এক চুল ছিলো।
স্বপ্নঘোরে স্বপ্নীল বন্ধু স্বপ্নযুগে এসেছিলো,
বিভোর ঘুমের আপাতনে বাঁশবাগানে টানছিলো-
আধো আলোয় স্বার্থটানা খুব করে জমেছিলো।
দিব্য বন্ধু সজাগ ছিলো,
ছিটকে পড়ে কুঠারের উপর জখমে সেই কুঠারই কাঁদছিলো।
স্বার্থবন্ধু চম্পট কালে পেছন ফটক খুঁজছিলো,
সমুখে জয়সমুদ্র পশ্চাতে- বিষধর সাঁপ ছিলো ।
ঠাহরে কিঞ্চিৎ ভুল ছিলো,
জীবন দেহ পেকে ফেঁপে ফুলছিলো আপাদমস্তক গোলে প্রাণপ্রতিম নিভু নিভু করছিলো।