মৌচাকেতে ঢিল ছুড়েছো
মাছিরা করছে তাড়া...!
কুনোব্যাঙের ন্যায় লুকোতে গিয়ে
সাপের লেজে পারা..।
বিষ পরখে যেতেই পড়লো
মরিচ গাছে বেড়া...!
দেহের বিষের ওঝা মিলে গো
মনের বিষে'ই সারা..।
পাপের তাপে অল্পদিনে
চুল মাথা তোমার ন্যাড়া...!
বৃদ্ধ হয়েও দাদূ বন্ধু তুমি যেন
১৪ বছরের ছ্যাড়া...।
পুণ্যের তরে এসে তুমি আজ
পাপে-ভুলে ভরা...!
সাড়ে তিন হাত তুমি মাপে কিন্তু-
অর্ধেক তোমার ফাড়া...।
যতই করো তাল বাহানা
দিতেই হবে সাড়া...!
ছুটতে ছুটতে মন আজ তুই
মৃত্যুর দুয়ারে খাড়া...।
ছুটা থেকে ছুটির মাঝে আগে
তার প্রেমে দাও ধরা...!
ছুটা-ছুটি স্বার্থক তবেই
গেলেও তুমি মারা...।।