সততাকে পুঁজিপাটা করে
বেঁচে থাকা সুখের নয় সত্যিই;
এক ধরনের লড়াই,
তবে যে পুঁজি বিনিয়োগকারীর
তরে অনেক বেশি আনন্দের
অনেক বড় বড়াই..।
খেয়ে না খেয়ে থেকেছি, তাতে কি?
সততা বলে এই তো আমার সুখ!
দুঃখজ্বালা কি? জানিনা তো!
আর বাঁধবেই বা কোথায় বাসা?
খালি নেই যে বুক...!!
সততাকে পূঁজি করে পার্থিব মোহ
নিরন্তর যে দেয় জলাঞ্জলি,
পরতার রাজেন্দ্র সে-
চোখ বুজে হাঁটলেও...
ছোঁ-তে পারেনা অনিষ্টের ফুলকি!
অদৃশ্য হলেও সদা তার
গলায় সততার কুণ্ডলী....!!
সততার সুখ মেখে দেহ বুক,
উৎকট চাপা হাসিতে গমন
করে পরলোক...।।