ও'হে গ্রীষ্ম...
হঠাৎ ঘাবড়ে গেলে কেন?
পথচলায় অবসন্ন চিত্তে থেমে গেলে-
তবে কী তুমি নিঃস্ব?
বেমালুম তুমি!
তোমাতে ধরা বিশালী ঐ আকাশ-
যা করেছে তোমায় উদারনীতিক বহিঃপ্রকাশ।
দিবাকর তোমায় দিয়েছে কী উজ্জল ফর্সা গাল, প্রভাকর’এর প্রারম্ভেই দীপ্তির পড়তো না আকাল।
আজ বরষার আগমনে তুমি-
দৃষ্টিকটু নয়নে আড়ি মেরে মুখে মাখো-
সময় অসময়ে হিংসায় জ্বলে-পুড়ে মরার ছাপ মসীকৃষ্ণ।
তোমার তো গৌরবে মাথা উঁচু করার কথা!
তোমার কালিমাখা মেঘ চুঁইয়ে পড়ে-
অঝোর'ধারায় বৃষ্টি আর প্রকৃতি পায় অনাবিল শান্তির পরশ-স্নিগ্ধতা আর তৃষ্ণার্ত চাতকের তরেও অগণিত জলরাশির মহাসমুদ্র,
মাঠ-ঘাট নদী-নালা কানায়-কানায় পূর্ণ তোমার'ই জলদানে, চারিদিকে ছড়াও-দৃষ্টিনন্দন মুখরিত পরিবেশ,আত্মতৃপ্তিতে বিমোহিত তোমারই হওয়ার কথা ভুলে সব ব্যথা।
তোমার সামান্য থেমে থাকা, ত্যাগ আর নবাগতা বরষাকে স্বাগত করাতে'ই মিলে-
এমন মনোরঞ্জক দৃশ্য।।