ঈমান তোমার রাখছো সঠিক
মোহের টানে হারায়'নি দিক,
শুদ্ধতা তোমার প্রতি অঙ্গে
জিহাদ তোমার নিজের সঙ্গে-
মুসলিম তোমার পরিচয়।
অনাহারে হাসো তৃপ্তির সুখে
কাঁদো তুমি সদা অন্যের দুঃখে,
চাওয়া যত সব তার কাছে
সওদা করতে আসা ধরার মাঝে-
অন্য কিছু নয়।
নিপাতিত হলে খলতা অন্তঃদ্বেষ
গ্লানি ছুড়ে আসবে আনন্দ রেশ,
রোজই পাবে সোনালী কিরণ
জোনাকির আলোয় আঁধারের মরণ-
হবে স্বচ্ছতারই জয়।
রমযানের নিয়মে চললে বারমাস
দু'জাহানের ফসল হয়ে যাবে চাষ,
ঈদের চাঁদ তোমায় খুঁজবে নিত্য
স্বর্গসুখের ধ্বনি'তে নাচবেই চিত্ত-
ঈমানী'র রোজ'ই ঈদ হয়।