কী অপার প্রশংসনীয় প্রাপ্তি!
ভূপৃষ্ঠে এক দুরূহ সুন্দর বাগিচার ফুল হলো মানবকুল, সর্বশক্তিমান তার প্রিয় সৃজন'কে
শ্রেষ্ঠত্ব দিতেই ভূষিত করলেন আশরাফুল।
তুলে দিলেন নির্ভুল মায়াময় সত্য একখণ্ড-
মাটির হাতে, যে মাটি তার ফুলের রেনু সানন্দে বয়ে বেড়ায় দিনের পর দিন ছুঁয়ে দেখবে ফুল।

সে ফুল ভূমিষ্ঠ'র সন্ধিক্ষণে পুরো প্রকৃতির
কণ্ঠোচ্চারিত হয় আনন্দ সুর, দারুণ খুশিতে ব্যাকুল ছিলো  সবে।
অথচ বিভোর কান্নায় মেতে-
ছিলিস্ তুই,আর সে মাটি?
হজম করেছিলো এক পৃথিবী সম অব্যক্ত কষ্টকথা।
কলিজায় গুলিবিদ্ধ পাখি'র ন্যায়-
মৃত্যুপ্রায় অবস্থায় তোর ঐ শান্তিরবার্তা মাখা ফুলবদন'র মায়ায় অন্তঃনয়ন জুড়িয়ে নিমিষেই- যেন পৃথিবীই ভুলে যায় সব ব্যথা।


-----------------
ভালুকা, ময়মনসিংহ
০৪/১২/২০১৬ ইং