নিদাঘ'এর অতৃপ্ত অন্তর
পরিতৃপ্তির স্বাদ নিলো,
মেঘাকাশ ভেঙে যখনি
বারিধারা গড়ালো।
লেলিয়ে দিলো প্রকৃতিকে
রিমঝিম বরষার কালে,
জলসুধা পানে বদ্ধ মাতাল
বান করলো জলে।
ক'দিন বাদে গলা ছেড়ে জল
হাঁটুতে যায় নেমে,
ঝি'কে মেরে বউ শ্বাসঘাত
সোনার ফসলের নামে।
ছাই করে বানে ভাসিয়ে
কী সুখ তোমরা পাও?
সময় পেলে ক্রন্দনধ্বনিতে
পোড়ার গন্ধরস খাও।
নিদাঘ তুমি কপাল পোড়া
বরষার জল তুমিও বান
প্রকৃতি ভরে ভালোবেসে
রাখিও কুলমান।।