পড়ে গেছি আমি? নাতো, ফেলে দিলে তুমি,
পিষে গেলে কোন ছলে হেলার চাকায়।
হেরে গেছি আমি? না পরাজিতই তুমি,
সবুজ দূর্বা পঁচত্ব ইটের চাপায়।
বন্য সাধু আমি? না না, ভণ্ডে ভরা তুমি
বৃক্ষাদি কাঁদে তোমার অশুভ ছায়ায়।
পিছিয়ে আমি? কভু না, সমতালে তুমি
দৌড় আসে না আমার ক্ষুধার জ্বালায়।
লজ্জিত কী আমি? হয় না, নির্লজ্জ তুমি।
নগ্নতা ভাসে সদা তোমারই কায়ায়।
মরি কী আমি? আরে না, নিত্য মর তুমি।
অথচ কাঁদে সমাজ তোমারি মায়ায়।