না জানি গো কোন ছলে পুণ্যি ছিলো জমা
দিনমান সুহালে তটে তবু বোধ জলে!
জীবনের জরিমানা পূর্ণ তরে ক্ষমা-
বকেয়া আজন্ম তব অপূর্ণতা বলে,
খতিয়ান টেনে ছিঁড়ে সার পদ তলে-
আচমকা প্রাপ্তি কেবল ক্ষণিক রমরমা
মেঘ না চাইতে জল সুধীজনা বলে-
হাটে পাওয়া মাটি খানা জিঘাংসা দমদমা।
বদ্ধ গৃহে চৌ'দেয়ালে ছুঁড়লি ইচ্ছে কষে,
স্বীয় কায়া মুহ্যমানা লালচে রাঙা রসে-
আর্তনাদে চিত্ত মরে তিক্তে ইট খসে
কলজে পোড়া গন্ধ শখে নিত্য তারে চষে।
মাটি পেয়ে মাটি খেয়ে মাটি করলি নাশ,
কাদামাটি বুকেপিঠে ছুড়ে দীর্ঘশ্বাস।।
কবিতাটি www.somoyerkolom.com এ প্রকাশিত।