সম্ভ্রম বিসর্জিত করে যে নারী
রক্ষা করেছে মায়ের মান,
খেতাব দিয়ে যায় কি দেয়া
পুরোপুরি তার প্রতিদান...
পেয়েছে কি তার অধিকার?
অন্তঃসত্ত্বা জেনেও কামড়িয়েছিল
রাজাকার, কুকুরের দল,
প্রহারে প্রসবিতা সে, আগলে সন্তান
ছিঁড়ে নেয় তিন হাত আঁচল...
নির্মমতার শিকার।
যুদ্ধ শেষে প্রাণে বেঁচে পড়ে ভীষণ ফেরে
সর্বনাশী কলঙ্ক তার সংসার নেয় কেড়ে।
পরিবার সমাজ নেয়নি তার দায়ভার,
পাষণ্ড এ সমাজবিধি ঘরছাড়া করে বহুবার...
ধিক্কার তাঁদেরকে ধিক্কার।
পেটের তাগিদে মানুষের দুয়ারে দুয়ারে,
হাত পেতে দশ টাকা নিয়ে ক্ষুধা নিবারণ!
এই ছিল কি তার প্রতিদান?
এ আমাদের লজ্জা, দেশের লজ্জা ...
কিছু তো ছিলো তা ঢাকিবার।
কিছুই করিনি, সব থেকেও আমরা
নির্লজ্জের মত চেয়ে দেখেছি, হেসেছি,
পৈশাচিক নরপশু আমরাই!
লালসার পিপাসায় কামড়িয়েছি...
জন্ম দিয়েই চলেছি বীরাঙ্গনার।
হে মহীয়সী "বীরাঙ্গনা শেখ ফাতেমা আলী"
তুমি নির্যাতিত হওনি ৭১ এ, হয়েছো বারংবার,
স্বাধীনতার পর হতে আজ অবধি তুমি নিপীড়িত তুমি নিষ্পেষিত, তোমার ন্যায্য অধিকার মিলেনি বাংলায়,প্রতিদান নিশ্চয় রেখেছে স্রষ্টার ভাণ্ডারে তা অজস্রতায় অপেক্ষমাণ...
শ্রদ্ধা ভরে ছালাম আমার।।