যার দয়ার অনলে পুড়ে হলাম ছাই,
কাষ্ঠ হয়ে সদা তার কুণ্ডলী সাজাই।
আজ যে কেড়েছে মোর এক ফালিসুখ
কাল তার নিষ্ঠুর হাটে কিনতে যাবো দুঃখ।
ভেঙে দিলো যে কালবৈশাখী ছনপাতার ঘর
নিশিদিন সেই ঝড়ের আশে সাজাবো বাসর।
ভাদ্রের ভরা বানে হারাই যদি'গো সহায়সম্বল
মাঘের শীতে ঊষর গায়ে বিলিবো কম্বল।
যে মোরে করেছে আজ পথেরই ভিখারী
তার পথের কাঁটা হোক মোর জুতা আনাড়ি।
স্বপ্নচুরি করলো যে'বা ভরদুপুরেরই কালে
সিন্ধু সেঁচে মুক্তো বাঁধবো তার স্বপ্নজালে।
যার শ্বাসে নিভু নিভু মোর জীবনঘরের আলো
প্রজন্ম যেন মুছে তার সকল আঁধার কালো।
ক্ষতবিক্ষত হয়ে তার জিঘাংসারই বোমার
ক্ষমার সিন্ধু মোর বিনয়ে রাখবো পদতলে তাহার।