অপকর্মের স্পর্শে বিশ্ব মানবতা দিচ্ছে আড়ি,
ধর্ম ফেলে অধর্ম্য আঁকড়ে জনম যায় পাড়ি।
কালো টাকার কাঁথায় শুয়ে মিছে বাহাদুরি,
দেশকে টানছে অধঃপতনে বাড়ছে আহাজারি-
          মানবসত্তা তুমি কোথায় আজ?

ধর্ষণ-অপহরণ তোর আজ বোধহীনতা রতি,
নেশা-জুয়ার আছাড়ে রুদ্ধ তোর জীবনগতি।
সদ্যজাত শিশুও তোদের করেছে কী ক্ষতি?
পাষণ্ডচিত্তের বেখেয়ালে বিলুপ্তপ্রায় জ্যোতি-
           অন্ধ-মূর্খরা আজ করছে রাজ।

একই রক্ত গায়ে, তবে কেন এই সংঘাত?
স্বার্থমোহ তোকে প্রতি পদে দিবেই আঘাত।
ভেবে নিস্ একবার কী'বা দিন কী'বা রাত,
পিঁপড়া বেশে অগ্নিপাকে যাবিই তোরা নিপাত-
          কে করবে বিবেকজাগ্রতের কাজ?

কুডাল ঠুকলি স্বীয় ঘাড়ে বেকুবের মতন,
সন্নিকটে যম খাড়া পারবি না ঠেকাতে পতন।
সময় থাকতে না খুঁজে-বুঝে হারায়ে বিচরণ,
দেশের তরে মাটি-মানুষ অকেজো হলেও ধন-
         বে'লাজার আবার কীসের লাজ।




----------------------------------
ভালুকা, ময়মনসিংহ
তাং ২৪/১১/২০১৬ ইং