সন্ধ্যারাতে সদ্যোদিত লাজুক চন্দ্রিমার
বাঁকা মৃদু হাসিটার মানে বুঝতে পারিনি.. কসম।
আঁধারে হেঁটে চলা নিশাচরীর যে- সাদামাটা জীবন, একেবারেই চাতুরী বুঝে আসে তার কম।
ভাবেনি কভু ঐ মৃদু হাসিটা যে ক্ষণে ক্ষণেক অট্টহাসিতে কাঁদবে বুঝতে পারিনি...কসম।
দ্বিপ্রহরের অন্তেই যে ভরসাস্থলের ফিনফিনে মুখে ফ্যাকাসে ছাই পড়বে কে ভেবেছে কখন?
অহেতুকী একবুক উমেদ এঁটেছিলো নিশাচরীর
শূন্যবুকে সাধ বেঁধেছে- মরণ সইবে ধুঁকে ধুঁকে যায় যাবে দম।
ভোরের টানে ঘোর কাটতেই নিশাচরীর দুঃস্বপ্ন ভাঙার সন্ধিকালে সজাগঘুমেই বুঝতে পেলো সে হাসির অছিলা মাত্র সমঝোতার বিপরীত।
দাবানলী...
ভাগ্যিস্ রাতের আলো ছিলো,
তোর ঐ কর্জে আহরিত আলোতে এতটাই ফেটে যাবে ভাবিনি... কসম।।