নুন আনতে পান্তা ফুরায়,
ধারদেনা আর টানাহেঁচড়ায় দিনান্ত-
তাই বলে কী গাইবো না মানবতার জয়গান?
ঐ অমানবিকতার অসুরতুল্য নাগ বিনাশে
বাজাবো না কী বীণ?
তা না হলে কী করে শোধ হবে গো-
মানবকুলের ঋণ।
গত'পরশু কর্ম ব্যাঘাতে অভুক্ত,
কালের শ্রমে আজ দুমুঠো অন্ন মুখে দিতেই-
ঘর-অঙ্গে শোচনীয় এক মুসাফির'এর হাঁকডাক।
না হয় ভাগ দিলাম একমুঠো, পরের বেলায়ও
কিন্তু রাতে শুবার বেলায়? চাল যে ফুটো...!
রক্তের দোহাই? পৈতৃক সুত্র ভাগাভাগিতেই তো- ছোট'র গলাকাটা।
আমি ধর্মবিশ্বাসী, কিন্তু বিশ্বাস কী?
জ্ঞাতিভাই বলে দিলাম ঠাঁই, কাল বোনের সর্বনাশ বা আমার আপন বিবি'র ভাগ চাই এমন নজির কী মায়ের জানা নাই? বাছা- 'এই সুঁই না যানি কখন মারে ফাল' আমার আদুরে সংশয়।