বাতাস বইছে তুমুল এলোমেলো বাতাস!
আমি এর নাম স্বপ্ন রেখেছি;
ধ্বংস করে চলেছে সে নিজেকে, আমাকে।
হাত ধরেছিলাম তাঁর, বহুদূর পথ,,
আজ অঙ্গীকার ভঙ্গ করে সে পাথরের মূর্তি-
এদিকে আমি;
হেরেই গেলাম হয়তোবা অবশেষে
তলোয়ার ভেঙে, স্বপ্ন-স্বাদ ময়দানে-
নিভৃত-নীরবে।

আজ চাঁদ চুইয়ে জোছনা পড়া
বারান্দাটা আর ভালো লাগছে না,
ছাদ ভর্তি গোলাপের রং-
টবে লাগানো বেলী ফুলের গন্ধটাও কেমন অসহ্য লাগছে!
তবে এই মধ্যরাতে তারা গুলোকে কেমন
আপন আপন লাগছে,
আপন মনে হচ্ছে ঝি ঝি পোকার শব্দকেও,
আচ্ছা কেউ কিছু খুইয়ে গেলে বুঝি এমন হয়ে উঠে?

হে পৃথিবী, অপেক্ষা করো;
একদিন নীল খামে একটি চিঠি
এসে পৌঁছাবে তোমার ডাক বক্সে,
ভাঁজ খুলে পড়ে নিও কারো ছাব্বিশের স্বপ্ন ভঙ্গের গল্প!
সে তখনও বেঁচে থাকবো-
বেঁচে থাকবে পরিত্যক্ত ছেঁড়া খামের আড়ালে-
যেমন করে লুকিয়ে লুকিয়ে এমন মানুষ বাঁচে,,,


৩০|১১|২০১৮
   চট্টগ্রাম