সময় টক-টক;
মৃত্যুর সাদা কাপড়ে দাঁড়িয়ে আছে শেষ বিকেলের পথিক,
  ভাসছে আলো-ছায়া পৃথিবীর নোনা-জলের উপর,
     হাঁটছে অস্তাচল সূর্যের নিচে রক্তভেজা পিচ্ছিল পথে,
        নীল তুষারের পোশাক পড়ে ঘন শুভ্র পাথুরে মেঘের নিচ দিয়ে,
           সে যাচ্ছে নীল গাঢ় নীল সীমানায়,
              সীসাঢালা বাঁধার তুফান পেরিয়ে
                 অজস্র বজ্রপাতের  গুরুম-গুরুম আগুন আঁধারে,
পাশ কাটিয়ে যেখানে বসেছে ক্ষমতার লাল-নীল জোনাকির মেলা।
ব্যাথার হলুদ হাওয়ায় নুয়ে যাচ্ছে অসহায় পথিক!
  ইস্পাতের লাল ঝকঝকে ছুরি ক্ষতবিক্ষত করছে তার শরীর!।
    আজ নিভে গেছে চেতনার চুল্লি,
      নরম হৃদয়ে বাজছে বিষাদ সঙ্গীত,
         সুরের সে প্রাণ মরে গেছে কবে বুকের আঁতুড়ঘরে!
            এখন শূন্য দু'হাতে মৃত্যুর অপেক্ষা!

পথিকের মেঘে-মেঘে ছেয়ে আছে চোখের আকাশ।
     যদিও উপচে পড়ছে জালিমের সাগরের কল্লোল ধারা,
         স্বার্থবাদীদের পৃথিবীর বুক চিরে ঐন্দ্রজালিক অনন্ত আলো!।
             আজ পথিকের চোখে শুধু শোকের কাজলের কালো জল!                  পান করতে চলছে নীল সুধা হেমলক!
                     অতঃপর...
                        বিদায় পৃথিবী___!



উৎসর্গ: ঐ সমস্ত দুঃখী মানুষদের জন্য যারা এক মুঠো খাবারের জন্য লড়ে যাচ্ছে জীবনযুদ্ধ!