আমার কাঁধে ঝোলানো
ব্যাগ ভর্তি শুষ্ক বর্তমান,
এক সিকি অতীতের বদলে দিতে প্রস্তুত
আমার বর্তমানের ঐশ্বর্য,
নেবে কি তুমি আজ সংসারি হাতে?

যে অতীত ছিলো;
সন্ধ্যামাখা কাঠের জানালায়
এপার ওপার দুটি ভীতু নীরব প্রাণ!
যে অতীত ছিলো;
হাজারো কথা দুজনের
মুখোমুখি দৃষ্টির সমীকরণে বলা!
যে অতীত ছিলো;
গোপনে সুনসান হিজলের তলে
কাঁধে মাথা রেখে স্বপ্ন দেখার!
যে অতীত ছিলো;
ঘরে ফেরা বক, ঘুঘু, শালিকের সাথে
শাপলা ফোটা বিল থেকে আমাদের ফেরা!

আজ যখন সংসারের ঘানি টানতে টানতে
তোমার অতীত চাঞ্চল্যতা
ধীর স্ত্রী ও গভীর মা'তে পুষ্পিত,
আমিও ভাবছি;
তোমার মতো পারিবারিক নিরুপায় হয়ে
নিজের পোষিত প্রেমের গলা টিপে
সামাজিক নিয়মে তোমার মতো সংসারি হবো!
আর তোমার অতীত
প্রেম-স্মৃতি গুলো পড়ে থাকবে;
কাঠের জানালায়, দৃষ্টির ফ্রেমে, সুকনো বিল ও হিজলের তলে,,,

    
   ১৯|১০|২০১৮
       চট্টগ্রাম