পাড়ার ছেলেমেয়েরা নাচছে সবাই
                         মেঠো পথটির বাঁকে,
দিনের শেষে আঁধার যখন
                       আকাশ কোণে হাসে।
ঐ যে দেখো দূর গ্রামের
                      মাথায়  উঠছে চাঁদ,
বাঁশের ঝোপের আড়ালে সে
                     খুশিতে উন্মাদ।
রাত পোহালেই ঈদের দিন
                     খুশিতে মন নাচে,
খুকির চোখে ঘুম নেই
                    মেহেদী রঙে সাজে।
রাতের আঁধার ঘুচবে কবে
                    মনে-মনে ভাবে,
নতুন জামা পড়ে কখন
                     ঈদগাহেতে যাবে।
এসব ভেবে খুকি এবার
                    দিবে একটা ঘুম,
সকাল বেলা সূর্যি মামা
                    দিবে কখন চুম।


আজ ইফতারি করতে বসেই শুনি, বাইরে গ্রামের পথটায় শিশুদের "হুররে.....রে...রে ...রে.রে! চাঁদ উঠছেরে...রে..রে...রে!! চাঁদ উঠছে!!!" উল্লাসিত চিৎকার!!! যেন খুশির ঢেউ খেলছে আকাশে বাতাসে!
(যদিও আজ আকাশ পরিষ্কার না থাকার কারণে চাঁদ দেখা যায় নাই)।
তখন মনটা আমারও নেচে উঠলো শৈশবের স্মৃতি মনে পড়ে! আমিও ঐ রকম করেই চিৎকার করতাম চাঁদ দেখে!
আহ্! কত যে সুন্দর আজকের দৃশ্য গ্রামের পথে পথে!
ঈদের সব খুশিই বুঝি এখানেই বাসা বেঁধেছে বাবুই পাখির বাসার উঠোনে!
এ আমার বাংলার গ্রামের মুখরিত ঈদের খুশির শুরুর আমেজ!