(উৎসর্গ: আমাদের সবার ভালবাসা;কবি অনিরুদ্ধ বুলবুল'কে)

আজ খেয়ালী-মন কুসুমিতের পূজারী,
         চন্দ্রাননের প্রেমে ফেরারী আসামী।
কামিনী ফুলে মুখরিত নিশীথ-চন্দ্রালোকে;
সুখের-উল্লাসে-
         সে-মরে তার পুষ্পের শোকে।
মনসা-দেবীর পদ্মলোচন দু'চোখের পয়োধারায়;
         উন্মাদ-প্রিয়া আহ্লাদে-তার মন ধোয়ায়।
প্রেমের পলাশ-শিমুল-আশোকের ডিম্বাধারায়;
সুখের-উল্লাসে-
         সে বিলাসী পানসি ভাসায়।

সৃষ্টির এই জন্মতিথিতে প্রণয়ী হল হুরে-গুল;
বকুলের গুলিস্থায় আজ সুচরিত-সুচারু তুমি-বুলবুল।