1
আজ দুঃখের সাগরে ভাসিয়ে ভেলা বসেছি লিখতে ভাই,
দু' চার কথা লিখবার তরে, যা না বললেই নয় তাই।
করলাম শুরু মন দুরুদুরু, ভাবনার রথে বসে আজ
শুধু যেনো কাঁপছি___
হলো নাকি ভুল দিবো কি মাসুল, পেয়েছি যা পিছে নয় সেতো মিছে
তাই ভেবে কাঁদছি___
আশা বড় আমার হবো যে সবার, লিখবো যে সবি যা কিছু হৃদয়ে
করে আঁকিবুকি___
হবে কি পূর্ণ আশা যা হৃদয়ে বেঁধেছে বাসা, জানতাম না তো দিতে হবে নীল সাগর পারি___
দাড়িয়ে আছে দেখি বিষ হাতে সাকী!?
2
হাঁটা শিখিবার কালে শিশু পরিতেছে যে কতবার, ধরিতেছে বড় তাদেরি হাত, হাসি মুখে শত বার_,,,,
দিতেছে না'তো মুখে করে শুধু বকা,বলিতেছে উঠিয়ে নিয়ে বুকে, ওরে আমার অবুঝ খোকা!
শিশু হাঁটা শিখবে বলে __
আজি সে শিশু, হিমালয় করেছে যে জয়, যত সব আছিলো পিছে ফেলে ভয়_,,,
দিয়েছে যে বড়, আরও কত উপহার, পৃথিবীর বুকে ছেলে, হাজারও খোকা শত মা'র!
খোকা হাঁটা শিখছে বলে__
ওহে শ্রদ্ধেয় বড়_?!
ধর`না একটু হাত, শিখিয়ে দাওয়া মোদের তোমাদেরি মতো করে_,,
আজি যে তোমরা, ছিলে কি সে তোমরা আগে, ভেবে দেখো অতীত, একটু বর্তমান ছেড়ে!
তোমাদের স্মৃতিতে পরবে মনে__
আজি যে তোমরা রবে কি সবে, পাবে কি নবীন, তোমাদেরি মত করে নতুন আগামী_,,,,
শিখিয়ে দাওনা তোমরা, তোমাদেরি মতো করে আমরা কবিতা শিখবো বলে!
আমাদের`তে তোমাদের বাঁচিয়ে রাখবো সবে__
আজি যে নতুন আমরা, তোমাদেরি চরণ তলে, ভালবাসা মেখে চলেছি,,,,
ভুলে ভরা হাত নিয়ে, তোমাদেরি দুয়ারে`তে দু’হাত পেতেছি!
হৃদয়ের ছবি আঁকবো বলে__
বিঃদ্রঃ "কবিতা, ছন্দ এ কেবল বাইরের বাঁধন অন্তরে মুক্তি"__ রবি ঠাকুর।