অস্বচ্ছ গ্লাসে গড়া বেলকনির কোল ঘেঁষে
রক্তমাখা প্রভাতের স্বচ্ছ-আলো ঘোষনা করে আগামী যুদ্ধের
দুন্দুভি আর অদৃষ্ট রক্তপাত,
যে স্বাধীনতা নামক শান্তির বাহকের রূপকথা শুনে আসছি চিরকাল
আজ তার অদৃশ্য শৃঙ্খল পায়ে নিয়ে চির-সংঘাত।
মন আর সময়ের কাটা ছুটে চলে অশান্ত এ জীবনে
একটানা স্রোত, বিরামহীন।
ইদানিং ব্যস্ত এ সমাজে হাসতে বড় ভয় হয়
এখানে শুধু টিকে থাকার দৌড়ে এগিয়ে চলছে
মূল্যবোধ আর শৈশব।
যে আশার প্রভাতের পথ চেয়ে অবাধ অধিকার
স্বর্গভ্রষ্ট শিশুদের পিঠে রেখা এঁকে চলে,
তার রূপ দেখে পৃথিবী মুখ লুকায় লজ্জায়
হয়তো আগামী দিন নিয়ে আসবে নতুন আলো,
তবু আজ আমরা নিজেদের কাছে বড্ড অসহায়. ...