জীবন মানে কি দুপুরের পোড়া রোদে শুধুই হেঁটে চলা,
নাকি বিকেলের ফেকাসে-রোদে সঙ্গিহীন বসে থাকা?
জীবন মানে কি শুধু জুতোর নিচে পিচের আলিঙ্গন,
নাকি দিনের শেষে অপেক্ষায় থাকা
বাবার মুখে হাসি ফুটানোর মিথ্যে আয়োজন?
জীবন মানে কি উঁচু দালানের সামনে
আশার আলো-ছায়ার বৃথাই দাঁড়িয়ে থাকা,
নাকি জলভরা দৃষ্টিতে দরজার আড়ালে
অবুঝ বোনের নির্বাক দাড়িয়ে কাঁদা? ??