চোখ দুটোর দৃষ্টি পুরোনো দেয়ালের জানালায়-
পায়ের শেকর আঁকড়ে ধরে আজ অভিমান।
মন জুড়ে চলছে ভীষণ গোলমাল
খুব করে বৈরী শোরগোল!
বুঝলাম;
মেঘের সাথে বৃষ্টি দিয়েছে আড়ি-
আমার বসন্ত সময় ছাড়ি
আমার একলা থাকার বাড়ি
আমার হৃদয় মাপা ঘড়ি,
একদম ভেতর থেকে বাহির-
সব মাখিয়েই আড়ি!

আড়ির আড়ালে কাঁদিস কেনো-
এই ভেবে, আমিও কষ্ট না পাই যেনো?
আড়ির মাঝে;
যত্ন করে আমায় নিয়ে ভাবিস কেনো বল,
না খেয়ে থাকলে কানটা টেনে-
বলিস কেনো; এই হারামি রেস্টুরেন্টে চল?

আমি জানি;
এই মুহূর্তে নোনা জলে-
হ্যাঁ সত্যি নোনা জলে তোর শাড়ির আঁচল ভেজা,
এসব লুকিয়ে আর কতদিন হুম-
আর কতদিন দিবি আমায় সাজা?

মনে করেছিস কিচ্ছু দেখি না তোর শহরের?
রাগের স্বরের নীচে কাজল গলা চোখ
চাঁপা কান্নার দহনে কাঁপা ঠোঁট
কাছে না আসার অভিমানে ভেঙে ফেলা চুড়ি
শুয়ে থাকা, বেলা অবেলায় দিয়ে কাঁথা মুড়ি!
এমন সব শহরের অলিগলি-
এমন সব কিছুর কিছুই বুঝিনা আমি?

অভিমান আমারো তো হয়,
অভিযোগ আমারো তো রয়,
ভালোবাসা আমারো তো বয়,
তুই বুঝলি না, সে তুই বুঝলি না,,,,

২৫|০১|২০১৯
    চট্টগ্রাম