আমি প্রাণহীন জন্য ভেবো না আমি ক্লান্ত!
আমার মুখ দিয়ে এক সের পিঁপড়ে ঢুকছে আর বাহির হচ্ছে জন্য ভেবো না আমি নীরব!
আমার ছিন্নভিন্ন ছেঁড়া শরীর দেখে ভেবো না আমার মেরুদণ্ডের জোর নেই!
মনে রেখো;
আমি বই খাতার পাড়ায় পাড়ায় দৌড়ানো তেজী তৃতীয় প্রজন্ম!
আমি রক্তমাখা ইউনিফর্ম পড়া এক বাংলার নতুন ইতিহাস!
এই নরম মেরুদণ্ডের ডগা যেদিন হবে
শক্ত শতবর্ষী বট বৃক্ষ,
যেদিন আমার সাথে যোগ দিবে
ইতিহাসের রফিক, বরকত, সালাম,
যেদিন আমার জন্য একাত্তরের মতো বাবারা চোখের জল লুকিয়ে ছেলের পিঠ চাপড়ে রাইফেল হাতে তুলে দিয়ে বলবে
বিজয়ের পতাকা নিয়ে ঘরে ফিরবি,
যেদিন আমার জন্য বাংলার মায়েরা ফেলবে
চোখের নিচে কালো দাগ,
যেদিন আমার জন্য একাত্তরের বুদ্ধিজীবীরাও
হাতে হাত রেখে কবর থেকে উঠবে!
হে আজকের দাঁত কেলিয়ে হাসা বাংলাদেশ!
সেইদিন হবে রাজ পথে লাশের মিছিল!
আলু পোটল বিক্রেতা থেকে শুরু করে
পাড়ার পাগলি মেয়েটা পর্যন্ত মিছিলে যোগ দিবে! লাশকাটা ঘরের বেওয়ারিশ ধর্ষিতার লাশের সাথে
মুছি ও ডাক্তারের মুষ্টিবদ্ধ হাতও সেইদিন শ্লোগান দিবে নিরাপত্তার! শ্লোগান দিবে অধিকারের!!
আর তখনি মুছে যাবে
তোমাদের বাংলার আমার লাশের কলঙ্কিত বর্তমান!
আর প্রভাতের কপালে চুমু খেয়ে
জন্ম নিবে এক নতুন বাংলাদেশ।
০১|০৮|২০১৮
চট্টগ্রাম