দেহের ঘড়িটা চলতে চলতে চব্বিশের কাটা
এই ছুঁই ছুঁই,
"গোধূলির প্রবেশ অন্ধকারে'
কত কিছুর সতেজ স্মৃতি পিছনে
সামনে ডাকে কত হৈ চৈ!
চৈত্রের চেতা সূর্যের বুক চিরে
উড়ে কত গাংচিল,
'যৌবনের দুটি পাখা"
অথচ এখনো বার্ধক্যে এসে মিললো না
আমার পূর্ণদৈর্ঘ্য জীবনের অন্ত্যমিল!
মনে পরে আজ প্রেয়োসীর আগুন নদীতে
প্রথম সাঁতার,
'পঁচিশের কায়া"
আহ! চব্বিশে তিন কাটার স্পর্শে দাঁড়িয়ে যাবে জনসমুদ্রে আমার বিদায়ের কাতার!
ঊনসত্তরের ক্লান্ত শরীর পড়ে আজ
চুয়াল্লিশ বছরের মায়ার সংসারে,
'মৃত্যু ছাঁয়া"
তাসবিহ হাতে প্রস্তুতি চলছে
শুরুর মহাকালে ফেরার ঘনঘন নিঃশ্বাসে!
বেলা শেষে,,,,,।