তোমরাও হলি খেলো আমরাও খেলি!
তোমাদের হলিতে থাকে অনেক রং
আর আমাদের হলিতেও থাকে কম মূল্যের শুধু একটা রং; 'লাল"!
কি অদ্ভুত রঙের মিল!
তোমরা হলি খেলো সবাইকে নিয়ে,
আর আমাদেরকে নিয়ে হলি খেলে বুলেট ও বোমা !
তোমরা হলি খেলার মাঠে সুরের তালে সবাই নাচো,
আমাদেরকে নিয়েও ওরা হলি খেলে-
বোমার আওয়াজের তালে নৃত্য পরিবেশন হয়;-
পোড়া ছাই ইস্কুল, মাঠ ও ছিন্ন ভিন্ন দেহের রক্ত মাখা ভাঙ্গা বাড়ির উঠনে !
আমাদের হলির রং নিজ কচি শরীর চিরে সস্তায় বাহির হয় তোমাদের মত দামী কৃত্রিম রং না!
দেখছো না রাস্তা ঘাটে কত রং!
সব এক রং 'লাল' !
তারা কত সস্তা মূল্য চুকিয়ে এই রং নিয়ে খেলছে আমাদের সাথে!
তোমরা দিন শেষে হলি খেলে-
বাসায় ফিরে পেয়েছো মা, বাবাকে,
আর আমরা ইটের স্তুপ থেকে-
পা ছেঁড়া ও মাথা ফাটা রং মাখা দুর্বল শরীরটা নিয়ে খুঁজতেছি;-
আমাদের মা কোথায় আমাদের বাবা কোথায়!?
আচ্ছা, এই কাঁচা রক্তের হলি খেলা কখন থামবে?
সন্ধ্যা যে ঘনিয়ে আসছে, খিদেও পেয়েছে ভীষণ !!
আশপাশে রং মাখা অনেক গুলো নিথর দেহ পরে আছে এখনো যত্রতত্র!
এরা সবাই কথা বলছেনা কেন?!
আমাদের মা কোথায় আমাদের বাবা কোথায়;-
কেউ কি বলতে পারেন?!
ও আসিয়া ও জয়নাব;-
তোমরা ঐদিকটায় তোমাদের মা বাবাকে খোঁজো
আমি লাশের স্তুপের এইদিকটায় আমার মা বাবাকে খুঁজি দেখি!
মা! ও মা!! বাবা বাবা,,,,,,,,!