বলছি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা;
যার সূতিকাগারে আছে
আমার বাবার ঘামে ভেজা গোলা ভরা সোনালী ধান...
অস্ফুটে ভেসে ওটা একটি সবুজের আবহ মাত্র; যেখানে আছে পিচঢালা পথ, মায়ের জায়নামাজের আহাজারি, বোনের নোলাজলে শুকনো চোখের চাহনি, আর প্রিয়তমার প্রতীক্ষা আজও..
এখানে মিশে আছে আজানের সুর,
করতালের শঙ্ক ধ্বনি,
মাঘের চাঁদের জ্বল জ্বল অবগাহন,
পাহাড়ের ছোট্ট গাঙ্গে ভেসে যাওয়া সারি সারি শাদা ফুল...
মিশে আছে একাকার হয়ে রাতের ধ্রুব তারারাও;
গলাগলি করে বেঁচে আছে বহুমাত্রিক সুখ এখানে।
সময়ের অসত্যের আর বিনাদ সুরের-
সব কালিমা জড়ো হবে আঁধারের স্তূপে
পেছনের নাড়ি ছেঁড়া শূকরেরা খেয়ে বেঁচে থাকুক বিষাক্ত করোটির টানে...
হাসি ফুটুক জয়ত্রীর, সত্যের আর কল্যাণের!
একদিন সবুজ এ পলিমাটিতে সোনা ফলুক....
ভালো থাকুক স্বদেশ আমার।।
জুলাই ২৩, ২০১৮
সিলেট।