অতঃপর কিছুটা প্রশান্তি
কঠিন বাস্তবতা
কিংবা বিধ্বস্ত আবেগে
গেল দিন,
সপ্তাহ, পক্ষ, মাস এবং বছর...

সমীকরণে ভুল ছিল খানিক
অজানা রাশি...

রংবেরংয়ের যাঁতাকলে
লোডশেডিংয়ে ঢাকা পড়ে গেলো
নিস্তব্ধ শহর,
গ্রাম জনপদ এবং উঞ্চ ছোঁয়া ;
মুক্তির মিছিলে চিত্‍কার করতে করতে ঝলসে গেলো বিভত্‍স চাহনি -
নির্ঘুম রাতের সুখ ।

আমি ভালো আছি ,
ভালো আছে আমার কবিতা,
ভালো আছে আমার রংতুলি ।

জ্যোত্‍স্নার ব্যাকুলতা,
চাঁদের টিটকানো কিংবা অদূরে ঝলসানো আলোর ফোয়ারা ...
সব ভালো আছে ।।

শোবার ঘরের হলদে বাতি,
মুঠোফোনের উজ্জ্বল্যতা
ভাবায় আমাকে ,

আমি ফিরে চলি অতীতে...
সমীকরণের সমাধানে ।

দর কষাকষি হয় কালির সাথে নির্জনে ।

হৃদপিন্ড চলছে টিব টিব টিব ।

০১/০১/২০১৫
সিলেট, বাংলাদেশ ।