শিশু তুমি জন্ম নিও না আর...
এই নশ্বর পৃথিবীতে এসে লাভ নেই

নগর সভ্যতার এ যুগে গুলিবিদ্ধ দেহ নিয়ে কি দরকার তোমাকে আসার!!!

যেখানে তোমার কোমল দেহ নিয়ে জালিমেরা  খেলে রক্তখেলা
সভ্য মানুষরূপী এজিদের এ রাজ্য  তোমার জন্য নয় ।।

শিশু তুমি জন্ম নিও না আর ।