একফোটা শিশির
আমার সতেজ হাতে পড়েছে
একটা বিন্দুর মতো ;

আমি বিহ্বলে কোলাহলে
স্পর্শ করি এক নীরবতা -
অজানা এক আবেগে
সন্দেহের ক্ষত বিক্ষত ।

শীতল সে বিন্দু কণা
আমার পশমে, প্রতিটা কোষে
উপলদ্ধি করি এক নির্মলতা ।।