ওরে পিশাচ খেলবি কত আর
এবার না হয় থামিয়ে দে
রক্ত খেলায় জিরোয় নে
খুলে দে তোর মানবতার দ্বার ।
জ্বলছে গাড়ি পুড়ছে মানুষ
মগজ পোড়ার ধুম
এ দিকে কি আছে রে হুস
ওরে পিশাচ হয় কেমনে ঘুম?
ফাগুন বনে থেমে গেছে
শুকনো পাতার হাঁক
পিশাচ কুকুর লেলিয়ে দিয়ে
আড়মোড়ে দেস পাক !
জাতির ব্যামো হামাগুড়ি
রক্তে দাবা খেলা
বিনদ বিলে শাপলা পুড়ে
রাত্রি সকাল বেলা ।
থামবি নাকি শুয়োর ব্যাটা
নাকি হবে যুদ্ধ?
স্বাধীন দেশে জন্ম নিয়ে
কেন অবরুদ্ধ ?
ছেড়ে দে ভাই এবার করি
রুটি রুজির ধান্ধা
সলিম কলিম রহিমশেখ
আমরা অবোধ বান্দা ।
রাজনীতি নয় পেঠনীতি নয়
বাঁচতে মোরা চাই
থাকবো কত অর্ধাহারে আর
তোদের জবাব চাই ?