মৌচাকেতে দিলাম ঢিল
ভাঙলো তাদের সভা
সবাই আমার পিছু নিবে
জানতো আগে কে বা !

নাকে মুখে হুল ঢুকাবে
কি যায় এখন করা
ম্যারাথনে বাচঁতে হবে
বিপরীতে ধরা ।

খালের মধ্যে গেলাম পড়ে
খেলাম চুমুক পানি
আরিব্বাবা কে জানিতো
এমন মানহানি !!!

ন্যাংড়া হয়ে কৃষক বেশে
এলাম যখন বাড়ি
কাঁদামাখা সোনার দেহে
খেলাম মায়ের ঝাড়ি


ক্রসিং করে কানে ধরে
বাবার আদালতে
শপথ নিলাম ছুরবো না ফের
ঢিল মৌচাকেতে ।