যে কথা কখনো হয় নি বলা
সে কথা তোমাকে বলতে চাই
আমি তোমাকে ভালবাসি না ।।

এতে ক্রোধ হওয়ার কিছুই নেই ।

আমার সমগ্র অস্তিত্ব
সময় নামক আকাল
জীর্ণ করে রেখেছে
মম সত্ত্বাও আজ
ব্যাকুল হয়ে ঘুরছে....

আমি জানি জীবন মানে
এখন ধুঁকে ধুঁকে থাকলে চলবে না-
জীবনকে এখন প্রহসন ছাড়া
আর কিছুই বলা যাবে না ।

যে কথা কখনো বলিনি কখনো
বাধ্য হয়ে বলছি আজ
সময় আমার নাই যে হাতে
সাজতে হবে নব সাজ ।

সিলেট, বাংলাদেশ ।।