কবি নজরুল
তুমি আমার প্রিয় কবি
বাংলার সাহিত্যে তুমি হিন্দোল
উদিত তৃপ্ত রবি ।

তুমি ছায়ানট
তুমি বীমরাজ
তুমি কালবোশেখী
তুমি বিজয় বিলাসী
তুমি দ্রোহ অপবাদ কৃত্তির
তুমি চির উন্মাদ পৃথ্বির ।

তুমি পাখি সকাল বেলার
তুমি কুলি কামীন মজুতদার ।

তুমি ভিখারীর থালা
তুমি হাতের কাঞ্চন বালা ।

তুমি রাজা প্রজা উজির নাজির
তুমি চির সম্রাট নয়কো নতশির ।

মানবের জয়গান শিশুর হাসি
তুমি দুরন্ত পথিক বিজয়োল্লাসী ।

কবি নজরুল বিকশিত ফুল
সালাম তোমায় হাজারো হাজার
মুক্তির কাপ্তানে কৌশলী যুদ্ধা
তুমি বাঙ্গালী বিশ্ব বাংলার ।।