যার হাতে এখন থাকার কথা
বই কলম খাতা
সে কেন কুড়োয় ছেঁড়া কাগজ
আরো ঝরা পাতা ?
বড় হয়ে ভবিষ্যতে
দেশ চালাবে যে
পেঠের জ্বালায় রিক্সাচালক
হচ্ছে কেন সে ?
কেউবা মজুর কেউবা কুলি
সক্রিয় পিকেটার
এগুলোই কি প্রত্যাশিত
শিশু অধিকার ?
বিবেক তুমি জেগেও ঘুমে
আর কতকাল রবে
শিশুবিধি বাস্তবতায়
আসবে ফিরে কবে ?