এক যে ছিলেন লাল মিয়া মস্ত বড় মাথা
সারা বেলা ঘুরে বেড়ান মাথায় দিয়ে ছাতা ।
ভাষন দেন লম্বা গলায় মানব সেবার তরে
দিন কাটে তার সারা বেলা নিজের সেবা করে ।
লাল মিয়ার মোটা দেহ সুদে , ঘুষে ভরা
থানা পুলিশ সব হাতে তার খান না কভু ধরা ।
দেখলে সবে সেলাম করে আছে লম্বা দাড়ি
বাগান আছে , দালান বাড়ি দামি দামি গাড়ি ।
ধলা লাল কালো বলো আছেন যত মিয়া
দেহ খানি মাটি হবে কবরেতে গিয়া ।।
(বিঃদ্রঃ "বাঁধন হারা মন"
কাব্যগ্রন্ত্র থেকে সংকলিত)