এটি মূলত একটি আধ্যাত্মিক গান।
ভবে আসছি একা যাব একা।।
কিসের এত মায়াটান-
দম ফুরাইলে নি:শেষ হবে
ভবের মায়াজাল।।
দম ফুরাইলে নি:শেষ হবে
ভবের সকল মায়াজাল।
আপন আপন ভাবি আমরা...
আসলে কি আপনার হয়-
আপন আপন নাইরে কিছু
দু দিনের এই দুনিয়ায়।।
জায়গা জমি ধন সম্পদ...
কোন কিছুই আপনার নয়-
কিসের নেশায় ছুটি আমরা
জানিনা তা জীবন ভর।।
আজকে আপনার মৃত্যু হলে...
তিন দিন পরে চারদিন হয়।।
সবাই আপনায় ভুলে গিয়ে
আপন কর্মে তৎপর হয়।।