শরীর মশাই ভেজাই রুষ্ট
ভালোই তো লাগে না কিছু
ক্ষণে ক্ষণে এপাশ ওপাশ
বিরক্তিকর চারিপাশ।
উঠতে বসতে চলতে ফিরতে
ক্লান্তিতে বিষাদগ্রস্ত দেহ মন
খাওয়া দাওয়াই পাই না রুচি
ভীষণ অস্থিরতা সদা জাগে ।

উষ্ণতা মোর অনুভব হয় দেহে
অন্তরে চলে দহন
পরপারের নেই তো পুজি
সবই তো পণ্ডশ্রম।
যাদের জন্য করে যাই শ্রম
তাঁরাই কিবা আপন?
পান থেকে চুন খসলে পড়ে
মান অভিমানে টিকে থাকা ভীষণ দায়।

সুস্থতা মোর কামনা বাসনা
করি ফরিয়াদ স্রষ্টার পানে
ভালো যত করিব আমল
পর জনমের অনন্ত জীবনের বাসনায়।