সুখের খোঁজে ছুঁটছো তুমি,সুখ যে তোমার কাছে
কষ্ট হবে একটু খানি যদি পেতে চাও তাকে
আশেপাশে আছে যত,আপন নিলয়ের ছায়া
পাবে তুমি তাদের মাঝে সুখের স্বর্গবাস।
কষ্ট হবে বুঝতে তোমায়,নিলয়ের ছায়া মানে
তারা আর কেউ নারে ভাই,আপন বাবা-মা।
সাত রাজার ধন,মানিক রতন আরও কত কি তুমি?
তাদের ছাড়া কেমনে পাবে সুখের রাজমহল।
সুখ খোঁজা হয়নি তো শেষ,দেখ চারিপাশ
একটু খাবার দাওনারে ভাই অনাহারির মুখে।
আত্মতৃপ্তির ঠেকর তোলে এ সামান্য পেয়ে
পাবে তুমি তাদের মাঝে সুখের স্বপ্নকাঠি।