ঐ আকাশের নৈঋত কোনে
জ্বলছে সন্ধ্যা তাঁরা।
একটু নিচে ঐ দেখা যায়
সরু -চিকন আঁকাবাঁকা
শাওয়াল মাসের চাঁদ।
আকাশ পানে তাকিয়ে সবাই
খুঁজছে বারে বার
আবাল- বৃদ্ধ- বনিতা ,দেশের সবাই
একটু দেখতে চাই।
চাঁদ কমিটি খবর নিচ্ছে
দেশের সর্বত্রয় ।
কোথাও নেই চাঁদের দেখা
ঈদ হবে নাকো কাল ।
রোজা হবে আরও একখান
রমজান হবে ত্রিশ।
মুসল্লিরা পড়ে সবাই
তারাবীর নামাজ।
বাসার সবাই সেহরির জন্য
তোড়জোড় শুরু করে
চাঁদ কমিটি রাত এগারোটাই
চাঁদের দেখা পাই।