লাখো শহীদের রক্তের বিনিময়ে
এসেছ হে স্বাধীনতা
রঞ্জিত হয়েছে দেশ ও জনপদ
বুকের তাজা রক্ত দিয়ে।
আজও আমরা ভুলতে পারিনা
তোমাদের আত্মদানের স্মৃতি
মর্মে মর্মে অনুভব হয়
তোমাদের বীর সাহসী মর্ম কথামালা।
স্বাধীনতা তুমি এসেছ  কেবল
সময়ের প্রয়োজনে
নিরীহ কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা
নেমেছে সম্মুখ যুদ্ধে
শুধু তোমাকে পাবে বলে।

সন্তান হারা, স্বজন হারা
সবাই এসেছে একই ছায়ার করিডরে
শত্রু ‍নিধন করতেই হবে
এই তাঁদেরই তেজস্বী অঙ্গিকার।
স্বাধীনতা তুমি জাতি সত্তার
অমর কাব্য কহন
কখনও বা আবার প্রেয়সীর
নিভীর ভালোবাসা।
শুধু তোমার প্রেমে মুগ্ধ হয়ে
চির জাগ্রত হলো বীর বাঙ্গালী
অসম যুদ্ধে সামিল হলো
তারুণ্যে উদীপ্ত আপামর বাঙালি।