আমি স্বপ্ন দেখি স্বপ্ন দেখি
শুধু  তোমায় নিয়ে
স্বপনে জাগরণে
এসো আমার প্রিয়া।।

তুমিই আমার,প্রাণ ভোমরা
তুমিই আমার জীবন।
তুমি আমার সকল আশা
তুমিই ভালোবাসা।।

ভাবতে চাই না,এই পৃথিবী
তুমি  বিনা  প্রিয়া
চাই না যেতে স্বর্গলোকে
তুমি ছাড়া প্রিয়া।।

থাকবে  তুমি হৃদয় মাঝে
স্বপ্ন কুঠিরে
ভালোবাসি তোমায় আমি
ওগো প্রাণের প্রিয়া।