লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হে স্বাধীনতা
আজিকে মনে প্রশ্ন জাগে তুমি কার জন্যে ।
শুধু এই তোমার জন্যে ,মা হারিয়েছে তাঁর বুকের ধন
শুধু এই তোমার জন্যে, মা বোন হারিয়েছে তাঁদের সম্ভ্রম ।
শুধু এই তোমাকে পাওয়ার জন্য হাসতে হাসতে  
প্রাণ দিয়েছে বাংলা মায়ের অহংকার দামাল ছেলে মেয়েরা ।
শুধু এই তোমার জন্যে, মায়ের দুচোখ আজ অশ্রু শূন্য
ঝাপসা চোখে মা শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে
বুকের মাঝে তীব্র চাপা একটি  হাহাকার
খোকারে কার জন্যে আনলি স্বাধীনতা।

তুই বলেছিলি খোকা,মাগো আমরা একটা ভাষা পামু
পামু একটা স্বাধীন পতাকা,বিশ্বে আমাগো নতুন করে চিনব
আমাগো একটা স্বাধীন দেশ হইব
আমাগো দেশ হইব সোনার বাংলা।
মা খোকার কথা স্মরণ করে আর কাঁধে
আমাগো দেশ আজ স্বাধীন কিন্তু আমরা কি স্বাধীন ?
আমাগো ছেলেরা চাঁদাবাজ,টেন্ডারবাজ,ধর্ষক
খোকা রে এই তোর স্বপ্নের সোনার বাংলা।

শিক্ষিত- অশিক্ষিত নাইরে ভেদাভেদ মুদ্রার এপিঠ ওপিঠ
লুটপাট,দুর্নীতি,অনিয়ম নিত্য সহচর ।
সিণ্ডিকেট তাদের প্রিয় পেশা আর বাড়ায় নিত্য পণ্য
বাদ যায়না চলার পথ,যায় না মাহে রমজানের পণ্য ।
ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা ,তারা আমাগো নেতা
কিসের আশায় করলিরে খোকা দেশটারে স্বাধীন।