রক্ত ঝরছে রক্ত ঝরছে
অবিরাম রক্ত ক্ষরণ
নারী পুরুষ নিষ্পাপ শিশু
হারাচ্ছে তাঁদের প্রাণ।
নিজ বাসভূমে প্রহর গুনছে
যুদ্ধ বিভীষিকার
এক নিমিষেই নিঃশেষ হচ্ছে
মায়ায় ভরা,সোনার এ সংসার।
হাসি খুশি আউনি এলদৌস
বয়স যে সবে তেরো
স্বপ্ন যে শুধু লক্ষ ভক্তের
নয়তো বা অতি কিছু।
এক নিমিষেই বোমার আঘাতে
নিস্তেজ চির সবুজ তাজা সেই প্রাণ
পূরণ হলো সেই স্বপ্ন তবে -
আউনি এলদৌস দেখেনি তা এ-ধরায়।
হাজারো আউনি,চোট্টন সোনা
মরছে যে অকাতরে
মানবতার মুখোশ পড়া
বিশ্ব মোড়ল, ভীষণ একচোখা।
হত্যাযজ্ঞ চলছে অবিরাম
ধ্বংস স্তূপে আড়ষ্ট মানবতা
মানবাধিকারের শ্লোগানে মুখর বিশ্ব বিবেক
দেখছে কেবল অবিরাম রক্ত ক্ষরণ।